শুধু সংখ্যায় নয়, শিক্ষার গুণ ও মানের দিকে নজর দিতে হবে: শিক্ষামন্ত্রী - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শুধু সংখ্যায় নয়, শিক্ষার গুণ ও মানের দিকে নজর দিতে হবে: শিক্ষামন্ত্রী


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের আমেনা খাতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বুধবার ১১টার সময় বাগআঁচড়া বাগুড়ি এলাকায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের একাডেমিক ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন শিক্ষামন্ত্রী।

যশোর জেলা প্রশাসক জনাব মো: তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: মশিউর রহমান, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ প্রমুখ।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমরা শিক্ষা ব্যবস্থায় আনন্দ নিয়ে আসতে চাই। শুধু সংখ্যায় নয়, শিক্ষায় গুণে ও মানের দিকে নজর দিতে হবে। শিক্ষা ব্যবস্থার ত্রুটি খুঁজে বের করে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও সানুগ্রহ নির্দেশনায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করতে হবে।

Top