হিজলায় ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন


কাজী মহসিন হিজলা প্রতিনিধি ঃবরিশালের হিজলা উপজেলায় সারা দেশের নেয় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষে মানববন্ধন করা হয়।
১৪ অক্টোবর শুক্রবার সকাল দশটায় হিজলা উপজেলা পরিষদ চত্বরে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের বিক্রয় প্রতিনিধি জোট বরিশাল জেলার সদস্য ও হিজলা উপজেলার সাবেক সভাপতি মোঃ রাসেল মোল্লা,উপজেলার সভাপতি কাজী ইয়াদুল করিম,সহ সভাপতি মোঃ কামাল হোসেন , সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, প্রচাসম্পাদক পার্থ বড়াল, সদস্য বসির আহমেদ, মাইল, সাইদুল, শামীম, সোলায়মান তালুকদার,সহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তরা তাদের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ৮ দফা দাবি বাস্তবায়নর দাবি জানান।

তাদের চাকুরী স্থায়ীকরণ , নির্দিষ্ট মন্ত্রণালয়ের অধীনে রাখা, ইচ্ছে মাফিক ছাটাই না করা, নির্ধারিত বেতন, বেতন সমপরিমাণ ঈদ বোনাস, অহেতুক কোন বিক্র প্রতিনিধি দের সাটাই না করা,প্রভিডেন্ট ফান্ড চালু করা, বেতন ও সম পরিমাণ বোনাস, সরকারি সকল ছুটি ভোগ করা,বছরে শতকরা দশ ভাগ বেতন বৃদ্ধি করা, কেউ মৃত্যু বরণ করলে তাদের পরিবার কে নগদ পাঁচ লক্ষ টাকা প্রধান করতে হবে, বক্তারা তাদের বক্তব্য বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন, বক্তব্যবে ইসমাইল মোল্লা বলেন শত বছরের অবহেলিত চা শ্রমিকদের পাশে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতার হাত বাড়িয়েছেন আমাদের সারা বাংলাদেশের বিক্রয় প্রতিনিধির পাশেও একইভাবে আমাদের দাবি পূরণ করবেন

Top