হিজলায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে আলোচনা সভা
হিজলা প্রতিনিধিঃবরিশালের হিজলা উপজেলায় শারদীয় দুর্গোৎসব (২০২২) উপলক্ষে পূজামণ্ডপ কমিটির সদস্যদের সাথে আলোচনা সভা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অনুদান বিতরন করেন পঙ্কজ নাথ এম পি।উপজেলা নির্বাহি অফিসার জনাব বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে ২৯ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় হিজলা উপজেলার ১৫ টি পুজা মন্ডব কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পঙ্কজ নাথ এম পি বলেন প্রতিবারের ন্যায় সরকারি বিধিমতে এবারেও শারদীয় দূর্গা উৎসব পালন হবে,যাতে কোনো ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা পুজা উর্যাপন পরিষদের সভাপতি ডাঃ অশোক কুমার চ্যাটার্জি, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন,মেমানীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার নাসির উদ্দীন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা থানা অফিসার ইনর্চাজ ইউনুস আলী মিয়া, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার।