হিজলায় অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে কয়েটি গ্রাম - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে কয়েটি গ্রাম


হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অবৈধ ড্রেজার দিয়ে অবাধে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করছে একটি অসাধু চক্র।উপজেলার হিজলার গৌরবদী,মেমানিয়া,হরিনাথপুর ইউনিয়নে প্রায় একাধিক অবৈধ ড্রেজার চলছে।উপজেলা প্রশাসনকে অবহিত করলে ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়ে আসছে।গত এক মাস যাবৎ উপজেলার হরিনাথপুর ইউনিয়নের কুলারগাও সুলতানপুর সহ মেঘনা সংলগ্ন গ্রাম গুলো প্রায় ধ্বংসের মুখে।প্রতিদিন সন্ধ্যা হলে ৭/৮ টি বড় অকৃতির ড্রেজার দিয়ে বালু কেটে প্রায় ৪০/৫০ টি বলগেড ভর্তি করে বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছেএ বিষয়ে স্থানীয় মেঘনা পাড়ের মানুষ বলেন উপজেলা প্রশাসন থেকে শুরু করে থানা, নৌ পুলিশসহ জনপ্রতিনিধিরা মোটা অংকের টাকার বিনিময় কিছু বলছে না।থানা পুলিশ,নৌ পুলিশ সাওড়া শহিদখালী পুলিশ ফাড়িকে অবহিত করা হয়েছে।

হরিনাথপুর ইউনিয়নের কুলারগাও নাছোকাঠি সুলতানপুরের ইউপি সদস্য সাইফুল খান বলেন প্রশাসনকে বারবার জানানোর পরে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় প্রসাশন।প্রতিদিন সন্ধ্যার পরে নদীতে বালু উত্তোলনে ঝাপিয়ে পড়ে কয়েকটি ড্রেজার।হরিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান তৈফিকুর রহমান জানায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু কাটার সঙ্গে কোনো জনপ্রতিনিধি জড়িত আছে কিনা আমার জানা নাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সংবাদ পেয়ে ঘটনা স্থানে কিছুই পাইনি।তবে সঠিক তথ্য প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেব।

Top