দুই দিনের সফরে বরিশাল আসছেন প্রতিমন্ত্রী কর্নেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দুই দিনের সফরে বরিশাল আসছেন প্রতিমন্ত্রী কর্নেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি


নিজস্ব প্রতিবেদক:আজ শুক্রবার (১২ আগস্ট) দুই দিনের সরকারি সফরে বরিশালে আসছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি।তার ব্যক্তিগত একান্ত সচিব (উপসচিব)এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিমন্ত্রী সকাল ৮ টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে ৮ টা ৫০ মিনিটের সময় বরিশাল বিমান বন্দরে এসে পৌছবেন। এরপর বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিয়ম করে স্থানীয়ভাবে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করবেন বলে জানা গেছে।

দ্বিতীয় দিন শনিবার স্থানীয়ভাবে আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করে বরিশাল শিল্পকলা একাডেমিতে ‘যে জীবনের শেষ নেই’ নামক বঙ্গবন্ধুর উপর নির্মিত নাটকের পদর্শনীতে সন্ধ্যা সাড়ে ৭ টায় অংশগ্রহণ করবেন।এরপর ১৪ আগস্ট রবিবার সকাল ৮ টা ৫০ মিনিটে পাউবোর বরিশাল রেস্ট হাউজ ত্যাগ করে বরিশাল বিমানবন্দরে উপস্থিত এবং সকাল ৯ টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্য বিমান যোগে যাত্রা করবেন।

Top