জাতীয় শোক দিবসের কর্মসূচি ঘোষণা করল বিএনএসডি ফাউন্ডেশন
বিএনএসডিএফ-পিআরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে উন্নয়ন সংস্থা – বিএনএসডি ফাউন্ডেশন। গতকাল বিএনএসডি ফাউন্ডেশনের সভা কক্ষে আয়োজিত মাসিক মূল্যায়ন সভায় সংস্থার চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক জাতীয় শোক দিবসের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ঘোষণার আলোকে ১৫ আগস্ট সকাল ১০টায় সংস্থার প্রধান কার্যালয়ে আলোচনা সভা, দুপুর ২টায় কার্যালয় প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠান ও হতদরিদ্রের মাঝে খাবার বিতরণ, বিকেল ৪ টায় হাতেম আলী কলেজ এলাকায় মানবিক কিচেন হতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করবে বিএনএসডি ফাউন্ডেশন।
বিএনএসডি ফাউন্ডেশনের জাতীয় শোক দিবস উদযাপন কমিটির সভাপতি ও সংস্থার চ্যারিটি উইং পরিচালক ফিরোজ আহাম্মেদ বলেন, যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপনে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। শোক দিবস উপলক্ষে আমরা ছিন্নমূল দুই শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করতে চাই। এছাড়াও আমাদের সকল প্রতিষ্ঠান জাতীয় শোক দিবস উদযাপনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। প্রাতিষ্ঠানিকভাবে বিএনএসডি ফাউন্ডেশন মানবিক কিচেন, বিএনএসডি ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, বিএনএসডি ফাউন্ডেশন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, বিএনএসডিএফ সেলাই প্রশিক্ষণকেন্দ্র, বিএনএসডি ফাউন্ডেশন হেলথ্ সেন্টার, বিএনএসডি ফাউন্ডেশন প্রবীণ নিবাস, বিএনএসডি ফাউন্ডেশন আমাদের বিদ্যালয়, বিএনএসডি ফাউন্ডেশন ভল্যানটিয়ার্স সহ ফাউন্ডেশনের সকল বিভাগ জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে।সভায় আরও উপস্থিত ছিলেন বিএনএসডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম, পরিচালক ফিরোজ আহাম্মেদ, পরিচালক মিরাজুল ইসলাম সুমন প্রমুখ।