হিজলায় অর্ধ শতাধিক স্থানে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত
হিজলা প্রতিনিধিঃবরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী। সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য গুয়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, যুগ্মসাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, মহিলা আওয়ামী লীগের আহবায়ক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী লিয়াকত, ছাত্রলীগ সভাপতি সোলাইমান সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় ৫০ টি স্থানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।