শেবাচিমে চালু হলো প্রথমবারের মতো চালু হলো স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় ডিপ্লোমা কোস বরিশাল - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শেবাচিমে চালু হলো প্রথমবারের মতো চালু হলো স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় ডিপ্লোমা কোস বরিশাল


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রথমবারের মতো চালু হয়েছে গাইনী বিভাগেরস্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় ডিপ্লোমা কোর্স। এ উপলক্ষে গতকাল বুধবার গাইনী (ডিজিও)১ম ব্যাচের অরিয়েন্টেশনের উদ্বোধন করা হয়। এ সময় ভর্তি হওয়া তিন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছাজানিয়ে বরণ করে নেয়া হয়। বেলা ১১ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ নং গ্যালারীতেঅনুষ্ঠিত এ অরিয়েন্টেসন কর্মশালার সভাপতিত্ব করেন গাইনী বিভাগের বিভাগীয় প্রধানসহযোগী অধ্যাপক ডাঃ খুরশিদ জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শের-ই-বাংলামেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মনরিুজ্জামান শাহিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ
মেডিকেল এসোসিয়েশন বিএমএ’র জেলা সভাপতি ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন ও বরিশালশের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম। দীর্ঘ ৫ বছরচেস্টার পর গাইনী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ খুরশিদ জাহান চেস্টায়বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রথমবারের মতো চালু হয়েছে গাইনী বিভাগেরস্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় ডিপ্লোমা কোর্স।

কোর্সটি চালু হওয়া তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অনান্য সকল বিভাগের শিক্ষকদের সহযোগীতা চেয়েছেন। ১ম ব্যাচে৩জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এই অরিয়েন্টেসনে। এসময়বক্তব্য রাখেন, এন্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম,রেডিওলোজী ও ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ সরজিৎ কুমার মন্ডল,কার্ডিওলোজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যপক ডাঃ আজিজুল হক, গাইনীবিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ হাওয়া আক্তার জাহান ও অধ্যাপক ডাঃ শিখা সহা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডাঃ আকবার হোসেন ও ক্লাস কার্যক্রমেরবিষয়ে শিক্ষার্থীদের ধারনা প্রদান করেন সহকারী অধ্যাপক ডাঃ নাহিদ আক্তার সুপা এবং অনুষ্ঠানপরিচালনা করেন জুনিয়র কনস্যালন্টেট ডাঃ ইন্দানী কর।

Top