বেনাপোল রিপোটার্স সমিতি’র উদ্দ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন
মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: প্রতি বছরেরন্যায় এবারও আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছে বেনাপোলরিপোটার্স মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি
লিমিটেড।শুক্রবার সকালে বাগেজান্নাত মসজিদের সামনে এ ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। এই সমিতির সদস্যরা গরীব অসহায়মানুষের ঈদ আনন্দকেআরোএকটু বাড়াতে নিয়েছেন সময়উপযোগী পদক্ষেপ। এসব পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রীহিসেবে সেমাই, চিনি, সাবান, পেয়াজ রসুন, ডাউল, আলু,লেবু-পটল,পুইশাক, ডাটা ও নগদ অর্থ সহ বিভিন্ন উপহারসামগ্রী বিতরন করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা এবিএসআক্কাস আলী, প্রভাষক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিকবকুল মাহবুব, কাজি শাহজাহান সবুজ, সি এন্ড এফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান,সাংবাদিক দেবুল কুমার, আলী হোসেন সহ প্রতিষ্ঠানের সহসভাপতি রাকিব আহম্মেদ, রাজু আহম্মেদ, সিমা, সেলিনাইভা সাজেদা, বৈশাখী, পুতুল ও রিমন।
নুষ্ঠানটি সার্বিক তত্ত¡াবধানে ও সঞ্চালনায় ছিলেন,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি এম এ রহিম। ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশি ভুক্তভোগীরা।