ফরচুন টেকনোলজি বরিশাল সায়েন্স ক্লাবের পস্তুতি সভা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফরচুন টেকনোলজি বরিশাল সায়েন্স ক্লাবের পস্তুতি সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃক্ষুদে বিজ্ঞানীদের সন্ধানে ‘চলো বিজ্ঞানী হই’ স্লোগান নিয়ে বরিশালে সায়েন্স ক্লাবের ফরচুন টেকনোলজির ব্যানারে পস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।ডিজিটাল বাংলাদেশের উন্নয়নে বরিশাল সায়েন্স ক্লাবের পস্তুতি মূলক সভা গত শুক্রবার বরিশাল নগরীর বটতলা এলাকায় দুদক অফিসের পশ্চিম পার্শ্বে প্লাটিনাম প্লাস কোচিং সেন্টারের সভা কক্ষে বিকাল ৪ টা থেকে রাত ৮ পর্যন্ত বিজ্ঞান বিষয়ক কর্মশালার আলোচনা হয়।অনুষ্ঠিত সভায় ঢাকা ফরচুন টেকনোলজির টিমের প্রধান মোঃসবুজ আলী ড্রোন এবং রোবট ভেঙে উপস্থিত প্রায় অর্ধশত সায়েন্সের শিক্ষার্থীদের সামনে পুনরায় গড়ে তার বিশেষ কার্যক্ষমতার বিষয় উপস্থাপন করেন। বরিশাল সায়েন্স ক্লাবের পস্তুতি মূলক সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বরিশাল সরকারি পলিটেকনিক্যাল ইনিস্টিউটের শিক্ষার্থী সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন,রোবট পদ্মা র আবিস্কারের টিমের অন্যতম সদস্য প্লাটিনাম প্লাস কোচিং সেন্টারের আইসিটি শিক্ষক ফারহান মাসুক,বরিশাল সায়েন্স ক্লাবের পস্তুতি মূলক ফরচুন টেকনোলজি ব্যানারে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপূর্ত অধিদফতর বরিশাল অফিসের সহকারি প্রকৌশলী আব্বাস উদ্দিন, প্লাটিনাম প্লাস কোচিং সেন্টারের পরিচালক, হেল্প দ্যা পুওর চিলড্রেন এর আহবায়ক মোঃ মাহাবুব হোসেন, প্লাটিনাম প্লাস কোচিং সেন্টারের পরিচালক বিপুল রায়হান,সাংবাদিক মেহেদী হাসান খান সহ উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দরা। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল সায়েন্স ক্লাবের ফরচুন টেকনোলজির বরিশাল বিভাগীয় যুগ্ম আহবায়ক সাংবাদিক এম.এস.আই লিমন। সভাপতিত্বের বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,২০৪১ এ রুপকল্প মানেই বাংলাদেশ সুপার পাওয়ারে আসীন হবে। এজন্য বিজ্ঞান এবং বিজ্ঞানীদের কোন বিকল্প নেই। আমরা জানি বরিশালের অনেক শিক্ষার্থীদের মাথায় হাজারো আইডিয়া তৈরী হচ্ছে। সেই ধারনাকে বাস্তব করার জন্য “ফরচুন টেকনোলজি“ সেই সকল মেধাবী উদ্যোমি প্রমিশ্রমী শিক্ষার্থীদেরকে হাতে কলমে ইঞ্জিন মেকানিজম অনুশীলন করার ব্যবস্থা করেছে । উপস্থিত সকল শিক্ষার্থী সহ বরিশালের মেধাবী পরিশ্রমী শিক্ষার্থী যারা ভেংগেচুরে আবার জোড়া দিতে পারদর্শী নতুন কিছু করার স্বপ্ন দেখছে তাদেরকে উদ্দেশ্য করে বলেন আসো আমরা বিজ্ঞানী হই এবং শেখ হাসিনার রুপকল্পের বাংলাদেশ গড়ি।

ক্ষুদে বিজ্ঞানী হিসেবে নিজেদের তৈরী করতে সভায় উপস্থিত বরিশালের বিভিন্ন সকল সরকারি বেসরকারি স্কুল কলেজের সায়েন্সের অর্ধশত শিক্ষার্থীরা ফ্রী রেজিষ্ট্রেশন করে। সভায় উপস্থিত বিশেষ অতিথি হিসেবে গণপূর্ত অধিদফতর বরিশাল অফিসের সহকারী প্রকৌশলী আব্বাস উদ্দিন তার বক্তব্যে বলেন, এমন মহৎ উদ্যোগ নেয়ার জন্য প্রথমেই বরিশাল সায়েন্স ক্লাব ফরচুন টেকনোলজির সংশ্লিষ্টদের কে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এমন একটি প্লাটফর্ম তৈরী করে দেয়ার ফলে উন্নত দেশের ন্যায় আমাদের দেশ থেকেও অনেক উদ্যোমী মেধাবী উদ্ভাবক-উদ্যোক্তা তৈরী হবে। তাই মেধাবীদের জন্য এমন একটি প্লাটফর্ম তৈরী করাতে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। অপর দিকে অনুষ্ঠানের প্রধান আকর্ষন ঢাকা ফরচুন টেকনোলজির টিম লিডার মোঃসবুজ আলী ড্রোন উড়িয়ে এবং রোবটিক্স কার ভেঙে পুনরায় তা তৈরী করে উপস্থাপন করেন শিক্ষার্থীদের সামনে। বিশেষ অতিথি, মোঃমাহাবুব হোসেন,পদ্মা রোবটের আবিষ্কারের টিমের সদস্য ফারহান মাসুক, ,সাংবাদিক মেহেদী হাসান খান, এসএম নওয়াজ হীরা সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দও ফরচুন টেকনোলজি বরিশাল সায়েন্স ক্লাবকে স্বাগত জানিয়ে এমন একটি প্লাটফর্ম তৈরী করার জন্য ফরচুন টেকনোলজি টিমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Top