বেনাপোলে হাতুড়ি দিয়ে পিটিয়ে একজনকে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা
মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে রাস্তার উপর পানি জমে থাকাকে কেন্দ্র করে শাহাবুদ্দিন (৩৫) নামে একজনকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা।রোববার ভোরে উপজেলার বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের বেদম মারপিটে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। আহত শাহাবুদ্দিন বালুন্ডা গ্রামের মৃত সাত্তার বিশ্বাস।
গুরুতর আহত শাহাবুদ্দিন ও পরিবার বলেন, রাস্তাটি নিচু হওয়ায় ওইখানে বৃষ্টি হলেই পানি জমে থাকে। ওই সকল সন্ত্রাসী বিনাকারনে আমাদের উপর দোষারোপ করে লোহার রড, হাতুড়ি ও অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে মারাত্মক ভাবে আহত করেছে। আমরা উক্ত কর্মকান্ডের জন্য প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করছি।এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, বালুন্ডা গ্রামে একটি মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।