সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কালীগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কালীগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা


খোকন হাওলাদার, নিজস্ব প্রতিবেদকঃলালমনিরহাটের কালীগঞ্জে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে “দৈনিক বাংলাদেশ সমাচার” পত্রিকায় কর্মরত সাংবাদিক সাব্বির আহম্মেদ এর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।আহত সংবাদকর্মী সাব্বির আহমেদ বলেন, গত বুধবার (১৫ জুন) বিকাল ৫টার দিকে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন সুন্দ্রহবি গ্রামে ৪/৫ জন সন্ত্রাসী অস্ত্র, লাঠি নিয়ে গতিরোধ করে রাস্তায় অস্ত্রের মুখে জিম্মি করে আমার উপরে হামলা করে।শারীরিকভাবে চরম লাঞ্ছিত, মারধর ও তার ক্যামরা, ১০ হাজার টাকা সহ বেশ কিছু জিনিস ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলা হয়।

এসময় উক্ত কাদের বাহিনী ও গফুর বাহিনীরা সাংবাদিক সাব্বির আহমেদকে তাদের বিরোধী কোন সংবাদ করলে প্রান নাশের হুমকি প্রধান করে। ভবিষ্যতে তাদের এলাকায় প্রবেশ না করা ও মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।বর্তমান সাংবাদিক সাব্বির আহমেদ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে যার বেড নং ১৩। এঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পত্র পেয়েছি। তদন্তপুর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top