ভূমিহীন ও গৃহহীনদের হাতে দলিল তুলে দিলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি
নিজস্ব প্রতিবেদকঃবরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ভূমিহীন ও গৃহহীন ২৯ পরিবারকে দলিল ও কবুলিয়ত হস্তান্তর করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্ণেল(অঃ)জাহিদ ফারুক শামীম এমপি। ৪ জুন শনিবার দুপুর ২ টায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কনফারেন্স রুমে বরিশাল সদর উপজেলা আয়োজিত ভূমিহীন ও গৃহহীন পরিবারদের দলিল ও কবুলিয়ত হস্তান্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাড.মো মাহবুবুর রহমান মধু,বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন,মোঃআমির হোসেন বিশ্বাস, কাউন্সিল ১ নং ওয়ার্ড বিসিসি, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক নির্বাহী সদস্য,বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ডক্টর আরিফ বিন ইসলাম,বরিশাল জেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক শাজাহান মাস্তান সহ উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বরিশাল সদর উপজেলার,চরবাড়িয়া ইউনিয়নের লামচরীতে ভূমিহীন ও গৃহহীন ২৯ পরিবারকে ৩.৬৭ শতাংশ জমির উপর নির্মিত ঘরের দলিল ও কবুলিয়ত হস্তান্তর করেন।