গাছ কাটা নিয়ে হাতাহাতি, স্ট্রোকে ২ জনের মৃত্যু - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গাছ কাটা নিয়ে হাতাহাতি, স্ট্রোকে ২ জনের মৃত্যু


খোকন হাওলাদার, বরিশাল :বরিশালের উজিরপুর উপজেলার শোলক গ্রামে গাছ কাটা নিয়ে বাগবিতন্ডা ও হাতাহাতির পর দুই বৃদ্ধের মৃত্যু। হয়েছে।বৃহস্পতিবার (২ জুন) সকালে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১ জুন) সন্ধ্যায় ওই গ্রামে এ ঘটনা ঘটে।মৃত ব্যক্তিরা হলেন, শোলক গ্রামের কামিনী দত্তের ছেলে চিত্ত দত্ত (৬২) এবং তার প্রতিবেশী করিম সরদারের ছেলে আব্দুল হক সরদার (৬০)।প্রত্যক্ষদর্শীরা জানান, চিত্তর বড় ভাই মন্টু দত্তের কাছ থেকে প্রতিবেশী আবদুল হক সরদার জমি কিনেছিলেন। সেই জমির কিছু গাছ চিত্ত দত্ত মঙ্গলবার (৩১ মে) সকালে কেটে নেন। পরে বুধবার (১ জুন) সন্ধ্যায় চিত্ত দত্তের কাছে গাছ কাটার কারণ জানতে চান আবদুল হক সরদার। তখন চিত্ত দত্ত এবং আবদুল হক ঝগড়ায় জড়িয়ে হাতাহাতিতে লিপ্ত হন। এক পর্যায়ে চিত্ত মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিত্ত দত্তের মৃত্যুর খবর পেয়ে আবদুল হক সরদার অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পর তাকেও স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিব হাসান জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের শরীরে এমন কোনও আঘাতের চিহ্ন ছিল না যাতে তাদের মৃত্যু হতে পারে।অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু মনে হলেও ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না।আজ বৃহস্পতিবার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মরদেহ দুটি ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Top