সিলেটে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াল বিএনএসডি ফাউন্ডেশন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াল বিএনএসডি ফাউন্ডেশন


বিএনএসডি-এফ: সিলেট শহর সহ প্লাবিত হয়েছে বিভিন্ন উপজেলা। বন্যা দূর্গত সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মানবিক খাদ্য সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা দিয়ে বানভাসি মানুষের পাশে দাড়িয়েছে বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিএনএসডি ফাউন্ডেশন)। গতকাল বিএনএসডি ফাউন্ডেশনের ভল্যানটিয়ার্স টিম খাদ্য সহায়তা নিয়ে ছুটে যায় সিলেটে। বিএনএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনএসডিএফ ভল্যানটিয়ার্সের উপদেষ্টা মুহিবুল্লাহ হোসনেগীর এবং ভল্যানটিয়ার্সের টিম লিডার হেমায়েত হোসেন।

ত্রাণ সহায়তা বিতরণকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক বলেন, দূর্যোগকালে মানবিক খাদ্য সহায়তা পাওয়া নাগরিকদের অধিকার। দূর্যোগকালে ধ্বনি-গরিব সকলের জন্যই জরুরি খাদ্য সামগ্রী প্রয়োজন। সামাজিক দায়বদ্ধতা থেকে বিএনএসডি ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন বন্যাদূর্ত এলাকায় কাজ করছে। আমরা মনেকরি বেসরকারী এই ত্রাণ সহায়তা যথেষ্ট নয়। তাই সরকারি ত্রাণ তৎপরতা আরও বৃদ্ধি করা প্রয়োজন। পানিতে তলিয়ে গেছে এমন কয়েকটি উপজেলায় পৌছানো সম্ভব হচ্ছেনা। আমরা ঐকল বন্যাদূর্গত এলাকায় সেনাবাহিনীর মাধ্যমে মানবিক খাদ্য সহায়তা পৌছানোর দাবি জানাই।

বিএনএসডিএফ ভল্যানটিয়ার্সের উপদেষ্টা মুহিবুল্লাহ হোসনেগীর বলেন, আমাদের সম্পদে গরিবের অধিকার রয়েছে। বন্যাদূর্গত সিলেট অঞ্চলে সবাইকে দূর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাইকে মানবিক ত্রাণ সহায়তা পৌছাতে সহযোগিতা করার আহ্বান জানাই।

Top