ধান কাটতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে
মোহাম্মাদ রফিকুল ইসলাম :বরিশালের আগৈলঝাড়ায় ধান কাটতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।নিহত রাম কান্ত হালদার (৭০)আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামের বাসিন্দা।আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, রাম কান্ত শুক্রবার সকালে তার বাড়ির পাশের ঘেরের মধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া পাকা ধান কাটতে যান। দুপুর হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে ঘেরের পাড়ে গেলে তাকে মৃত অবস্থায় পানির মধ্যে পরে থাকতে দেখেন।
এ ঘটনায় রাম কান্তর ছেলে নিখিল হালদার শুক্রবার বিকেলে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মো. ইয়ার হোসেন জানান, নিহত রাম কান্ত উচ্চ রক্তচাপ জনিত রোগে আক্রান্ত ছিলেন। তাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পানিতে পরে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ছেলে নিখিল বলেছেন।