বরিশালে পুলিশ কমিশনারের বিদায়ী সংবর্ধনা - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে পুলিশ কমিশনারের বিদায়ী সংবর্ধনা


খোকন হাওলাদার, বরিশাল :অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (১০ মে)রাতে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম এবং জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।গত জানুয়ারীতে উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। অতিরিক্ত আইজিপি হিসেবে তাকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

Top