ছেলে ধরা আতঙ্ক সৃষ্টি করছে গুজবে কান দিবেন না- সাংবাদিক উজ্জ্বল রায় - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ছেলে ধরা আতঙ্ক সৃষ্টি করছে গুজবে কান দিবেন না- সাংবাদিক উজ্জ্বল রায়


বুলু দাম নড়াইল প্রতিনিধি: সা¤প্রতিক সময়ের বহুল আলোচিত ইস্যু ছেলে ধরা গুজবে কাউকে কান না দেওয়ার অনুরোধ
জানিয়েছেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি সাংবাদিক উজ্জ্বল রায়, ১১ই জুলাই নিজ বাসায় তিনি এ কথা বলেন,
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ছেলে ধরা গুজব নিয়ে তিনি বলেন সা¤প্রতিক সময়ে একদল দুষ্টবুদ্ধিসম্পন্ন
চক্র দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যান্ত অঞ্চল পর্যন্ত যে ছেলে ধরা বিষয়টি ভাইরাল করেছে তা সম্প‚র্ন মিথ্যা বানোয়াট ও
ভিত্তিহীন, এতে করে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা আমাদের শৈশবকালে শুনেছিলাম কোন সেতু বা বড় প্রকল্প
নির্মাণে কোন একটি পরিবারের এক মায়ের এক ছেলের বলিদান কিংবা আস্তা একটা ছাগল অথবা গরুর প্রয়োজন হতে তাও
কতটুকু সত্য আমরা জানতাম না, কিন্তু সা¤প্রতিক সময়ে যারা ফেসবুকে ছেলে ধরা বিষয়টি ভাইরাল করেছে তারা স্পষ্ট উলে­খ
করেছে ২০ থেকে ২৫ এর ভেতর যেকোন ছেলেকে অপহরণ কিংবা মাথা কেটে নেওয়া হচ্ছে। যদি বিষয়টি সত্য হতো তাহলে জাতীয়
গনমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গনমাধ্যমে তা উঠে আসতো, তাছাড়া বিষয়টি নিয়ে আমরা পদ্মাসেতু নির্মান
প্রকৌশলীদের সাথে আলাপ করেছি, তারা বিষয় মিথ্যা আখ্যা দিয়ে বলেন, যে বা যারা এবিষয়ে সমাজ তথা দেশে আতঙ্ক সৃষ্টি করছে
তাদের দ্রæত আইনের আওতায় আনা প্রয়োজন, তাই সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেন তারা। ১১ই জুলাই নড়াইল পৌর এলাকারকুড়িগ্রাম’র নিজ বাসায় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সহসভাপতি পৌর
কমিসনার মাহাবুর আলম, ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সহসম্পাদক আকতার মোল্যা, দৈনিক সমাজেরকাগজ নড়াইল জেলা প্রতিনিধি বুলু দাস, জাহাংগীর সেখসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স
মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Top