বরিশালে যাত্রীবাহী ট্রলারডুবি, নিহত ৩ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে যাত্রীবাহী ট্রলারডুবি, নিহত ৩


খোকন হাওলাদার, বরিশাল:ব‌রিশা‌লে যাত্রীবাহী ট্রলার ডু‌বে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সা‌র্ভিস। বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোররা‌তে সদর উপজেলার চর‌মোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদী‌তে এ দুর্ঘটনা ঘ‌টে।

ব‌রিশাল নৌ ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার খোর‌শেদ আলম বুধবার দুপুর ১টার দিকে ব‌লেন, শেষ রা‌তের দি‌কে ট্রলার‌টি ডু‌বে যায়। সকা‌লে খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে উদ্ধার অ‌ভিযান শুরু করা হয়। চারজ‌নের নি‌খোঁজের খবর ছি‌ল আমা‌দের কা‌ছে। ই‌তোম‌ধ্যে তিনজ‌নের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

ব‌রিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) হাসনাত জামান ব‌লেন, ‌সিরাজগঞ্জ থে‌কে ট্রলা‌রে ক‌রে চর‌মোনাই মাহ‌ফি‌লের উ‌দ্দে‌শে আস‌ছি‌ল কিছু মুসল্লি। চর‌মোনাইয়ের কাছাকা‌ছি পৌঁছা‌লে ট্রলার‌টি ডু‌বে যায়। কিন্তু কতজন যাত্রী নি‌য়ে ডু‌বে‌ছে সেটা নি‌শ্চিত হওয়া যায়‌নি। তিনজ‌নের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। নাম-প‌রিচয় নি‌শ্চিত হওয়া যায়‌নি।

Top