বেনাপোলে ডিবির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে ডিবির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে(জেলা গোয়েন্দা শাখার ডিবি)রবিবার (২০ ফেব্রুয়ারী) ভোরে ডিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল থানার বোয়ালীয়া গ্রামে অভিযান পরিচালনা করে। দুই কেজি গাঁজাসহ তাদের আটক করে।আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানাধীন মানকিয়া গ্রামের আব্দুল করিম হোসেনের ছেলে আরিফ হোসেন(২৩) বেনাপোল পোর্টথানাধীন বোয়ালিয়া গ্রামের মিয়াদ আলীর ছেলে ওলিয়ার রহমান (২৮)।

উদ্ধারকৃত মালামালের মূল্য ৬০,০০০/-টাকা।যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে এএসআই নির্মল কুমার ঘোষ বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।

Top