বিএনএসডি ফাউন্ডেশনের নারী উন্নয়ন কর্মসূচি পালন
প্রেস বিজ্ঞপ্তি: বিএনএসডি ফাউন্ডেশনের নারী উন্নয়ন কর্মসূচি পালন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মেঘিয়া গ্রামে নারী উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিএনএসডি ফাউন্ডেশন)। আজ আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচি ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক(প্রশাসন) জাহাঙ্গীর আলম, পরিচালক সাব্বির হোসেন, উপপরিচালক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা এবং বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন।আরও উপস্থিত ছিলেন প্রকল্প সুপারভাইজার ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেকান্দার আলী মোল্লা, ফাউন্ডেশনের সদস্য সাদেকুর রহমান। মেঘিয়া গ্রামের তিনটি গ্রুপে নিরানব্বই জন দরিদ্র নারীকে এই কর্মসূচির আওতায় হাস -মুরগী ও টার্কি মুরগী পালন বিষয়ে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ প্রদান করবে বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিএনএসডি ফাউন্ডেশন)।
বিএনএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক বলেন, আমরা শহর ও গ্রামের মানুষের দরিদ্র উন্নয়নে কাজ করতে চাই। এজন্য গ্রামীণ উন্নয়ন কর্মসূচি, নারী উন্নয়ন ও প্রশীক্ষণ কর্মসূচি, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষা উন্নয়ন কর্মসূচি, ফ্রি স্বাস্থ্যসেবা কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। প্রতিবেশি ও সমাজ উন্নয়নে এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।