ঝালকাঠি জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজের অভিবাধন গ্রহণ এবং রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন
১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পুলিশ লাইন্স ঝালকাঠিতে বার্ষিক প্যারেডে অভিবাদন গ্রহণ করেন ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ জনাব এস এম আক্তারুজ্জামান মহোদয়। অতঃপর তিনি ঝালকাঠি জেলা রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন এবং ঝালকাঠি জেলা পুলিশ কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্তে বিশেষ অপরাধ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। উক্ত সভায় তিনি ঝালকাঠি জেলার সকল থানা থেকে আগত অফিসার ইনচার্জদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন জনাব ফাতিহা ইয়াসমিন, পুলিশ সুপার, ঝালকাঠি; জনাব মোঃ কাজী ছোয়াইব, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, বরিশাল; জনাব মোঃ মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপারের কার্যালয়, ঝালকাঠি; জনাব প্রশান্ত কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঝালকাঠিসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।