বরিশাল প্রেস ক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়েছে বরিশাল নাগরিক সংসদ
প্রেস বিজ্ঞপ্তি: বরিশাল প্রেসক্লাব নির্বাচনে কাজী নাসির উদ্দীন বাবুল সভাপতি এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর বরিশালের নাগরিকদের সংগঠন ‘বরিশাল নাগরিক সংসদ’ এর নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নব নির্বাচিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল নাগরিক সংসদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক, সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম আলী আজম, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হোসাইন খান নাছিম, সহ-সভাপতি আলমগীর হোসেন শিকদার, সহ-সভাপতি শাহাজুল হক মল্লিক, সহ-সভাপতি রাজিব উদ্দিন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, নির্বাহী পরিচালক তাজকিয়া সুলতানা আখি, সহকারী সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক এ কে এম ইউনুছ আলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, দপ্তর সম্পাদক শামিম হোসেন, উপদপ্তর সম্পাদক সাদেকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।বিবৃতিতে বরিশাল নাগরিক সংসদ নেতৃবৃন্দ বলেন, আগামী দিনে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও পেশাগত নিরাপত্তায় নব নির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এটাই আমাদের প্রত্যাশা।