বরিশাল নাগরিক সংসদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি: বরিশাল নাগরিক সংসদের উদ্যোগে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে বাবুগঞ্জ উপজেলার পূর্ব পাংশায় এই কর্মসূচি আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল নাগরিক সংসদের কার্যকরী পরিষদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহা:সাব্বির হোসেন,মাধবপাশা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক কাজী ইমরান হোসেন সাবু, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক তোতা, ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ সেকান্দার আলী মোল্লা।
আরও উপস্থিত ছিলেন সহকারী সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সুমন এবং সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার। আরও উপস্থিত ছিলেনমানবাধিকার সম্পাদক অপূর্ব কুমার ভক্ত, ত্রাণ বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান, দপ্তর সম্পাদক শামিম হোসেন।দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক দরিদ্র মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ আফরোজা, প্রান্তিকা মন্ডল সহ ছয় সদস্যের মেডিকেল টিম।