বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে বিএম কলেজ ছাত্রাবাসের ছাত্রের মৃত্যু - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে বিএম কলেজ ছাত্রাবাসের ছাত্রের মৃত্যু


আলোকিত বার্তা:বরিশাল সরকারি বিএম কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসে বিদ্যুস্পৃষ্ঠ হয়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) ছাত্রাবাসের সি ব্লকের বেলকুনিতে এ ঘটনা ঘটে।নিহত আবু বকর সিদ্দিক মানিক বিএম কলেজের মাস্টার্সের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন ও ছাত্রাবাসের ১২৩ নম্বর রুমে থাকতেন।তিনি বরিশালের গৌরনদী উপজেলার টরকীর ধানডোবা এলাকার আব্দুল সালাম সরদারের ছেলে।

মানিকের সহপাঠীরা জানান, দুপুর দেড়টার দিকে মানিক গোসল করে বেলকুনিতে যান। এসসময় হিটারের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন। মানিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএম কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার।

Top