মির্জাগঞ্জে আওয়ামী লীগের ৫ জন বিদ্রোহী প্রার্থীকে স্থায়ী বহিষ্কার - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে আওয়ামী লীগের ৫ জন বিদ্রোহী প্রার্থীকে স্থায়ী বহিষ্কার


মির্জাগঞ্জ ( পটুয়াখালী) প্রতিনিধি ঃঃইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ ইং। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৫ জন বিদ্রোহী প্রার্থীকে স্থায়ী বহিষ্কার করল পটুয়াখালী জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক ভিপি আঃ মান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বহিস্কৃত,, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন, ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়নে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আজিজ হাওলাদার, সহ – সভাপতি উপজেলা আওয়ামী লীগ, আমড়াগাছিয়া ইউনিয়ন মোঃ আনোয়ার হোসেন বাবুল মল্লিক, যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, ১ নং মাধবখালী ইউনিয়নে মোঃ মনিরুল হক তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী, আঃ মালেক আকন, উপদেষ্টা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগ, ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নে মোঃ আবুল বাশার নাসির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। এব্যাপারে, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিমউদদীন জুয়েল বেপারি বলেন আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অমান্য করে এরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছে। তাই গঠন্তন্ত্রের ৪৭ ধারা অনুযায়ী এদেরকে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল পদ- পদবী থেকে স্হায়ী বহিষ্কার করা হয়েছে।

Top