মির্জাগঞ্জে প্রবাসীর বসতভিটে দখলের পাঁয়তারার অভিযোগ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে প্রবাসীর বসতভিটে দখলের পাঁয়তারার অভিযোগ


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে কাতার প্রবাসী মোঃ ফারুক মোল্লার বসতভিটেজোরপূর্বক দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। উপজেলার মাধবখালী ইউনিয়নেপূর্ব চৈতা এলাকার এ ঘটনা ঘটে। ফারুক মোল্লা দীর্ঘ বছর ধরে কাতারেরয়েছেন। একই গ্রামের মোঃ শহিদ মাঝির বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায়।অভিযোগে জানা যায়, ফারুক মোল্লা গত বছর ২৩ সেপ্টেম্বর শহিদ মাঝির দুইস্ত্রী লাবনী আক্তার ও লিলি বেগম এর কাছ থেকে জেল নং ১, এস এ খতিয়ান ৪৬৬,দাগ নং-৩৪৫৩, মৌজা চৈতা, সাব কবলা দলিল মুলে জমি ক্রয় করে প্রবাসীমো.ফারুক মোল্লা। যার দলিল নং১৫৫৬ এবং অত্র দলিলের পরিচিত সহিদ মাঝির আপনছোটো ভাই রাসেল মাঝি। পরে সে জমিতে পাঁকা বিল্ডিং ঘর নির্মাণ করে দীর্ঘবসবাস করছে তাঁর পরিবার। ইতিমধ্যে সহিদ মাঝি ওই জমির মালিকানা দাবি করেএকাধিক মামলা করে এবং মামলার ফারুক মোল্লার পক্ষে রায় হয়। আদালতের রায় থাকাসত্তে¡ও তাঁর নিজ জমিতে গত ২ নভেম্বর ২০২১ বিল্ডিংএর ২য় তলায় কাজ শুরু করলেশহিদ মাঝি ঘর উত্তোলনের মিস্ত্রিদেরক মোবাইলে হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয়।

এ বিষয়ে আইনী সহয়তার জন্য ফারুক মোল্লার স্ত্রী সুমি বেগম মির্জাগঞ্জথানায় একটি ডায়েরি করেন। ডায়েরি নং -৩১৮। ফারুকের মেয়ে সুমি আক্তারবলেন, আমার মা এর পর থেকে অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে আমার মা ঢাকাইউনোভার্সেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা বাসায় আমি আমারছোট বোন এবং বুড়ো দাদা-দাদি নিয়ে আছি। আমার বাবা বিদেশে,মাহাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই সুযোগে সহিদ মাঝির নির্দেশেতারই ছোটো ভাই রাসেল মাঝি, আবুল সিকদার ও খবির সিকদার গত ১০ নভেম্বর২০২১ ইং তারিখ আমার বাসার গেটের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ ভয়ভীতিপ্রদর্শনসহ আমাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।একই গ্রামের স্থানীয় মো. হারুন সিকদার বলেন, ফারুক মোল্লার কাছে ১২শতাংশ জমি বিক্রি করেন শহিদ মাঝি’র দুই স্ত্রী। তাঁর পরেও কাতার প্রবাসীফারুককে কেন হয়রানী করছে তা আমি বলতে পারি না। এব্যাপারে মোঃ শহিদমাঝি মুঠোফেনে বলেন, ফারুক মোল্লার যে স্থানে ঘর উত্তোলন করেছেন সেস্থানে আমার জমি রয়েছে। জমি নিয়ে মামলা চলমান আছে।মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, এবিষয়ে একটিডায়েরি করা হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Top