হিজলা নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত। সকাল ১১ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ অনুষ্ঠানের শুভ সূচনা করেন।উদ্বোধন শেষে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার বকুল চন্দ্র কবিরাজ।প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন নাজমা বেগম।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুস, হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,আদর্শগ্রাম সমবায় সমিতির পরিচালক সাহেনসা চৌধুরী সামু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নুরুল ইসলাম।