মির্জাগঞ্জে প্রতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়খালীর মির্জাগঞ্জে রাজস্ব বাজেটের আওতায় প্রতিষ্ঠানিক জলাশয়ে মাছেরপোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা হাসপাতালসংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করণের উদ্বোধন করেন পটুয়াখালী জেলাআওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যানখান মোঃ আবু বকর সিদ্দিকী।
এসময় এখানে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তামোল্লা এমাদাদুল্যাহ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তানজিমুলইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন,উপজেলাআওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রভাষক মোঃ জসিম উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নিজাম সরদার,মোঃ মাসুদ রানা জালাল জোমাদ্দার, উপজেলাশ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলার হাসপাতাল সংলগ্ন দু’টি পুকুরে চল ৪৫ কেজি মাছঅবমুক্ত করা হয়। এছাড়াও আরো বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন সরকারিপুকুরে অবমুক্ত করা হবে।