মির্জাগঞ্জে নারীর প্রতি সহিংসতা বিষয়ক সাংবাদিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:নারী ও মেয়ে শিশুদের অধিকার ও নিরাপত্তা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় নারী ও মেয়েশিশুদের প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ বন্ধের ইস্যু নিয়ে পটুয়াখালীরমির্জাগঞ্জের স্থানীয় সংবাদ কর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার বেলা ১১ টায় মির্জাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রকল্প বাস্তবায়নসংস্থা অনির্বান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সামসুন্নাহার এরসভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ প্রেসক্লাবের
সভাপতি এ্যাডভোকেট মো. মুজিবুর রহমান। মানুষের জন্য ফাউন্ডেশনেরসহযোগীতায় প্রকল্প সমন্বয়কারী মো. কামরুল হুদা সিদ্দিক্#ী৩৯;র সঞ্চালনায় আলোচনা
সভায় অংশগ্রহনকারী মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃমোস্তাফিজুর রহমান, সুবিদখালী সরকারির্ #৩৯;ই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুল জলিল, সহকারী শিক্ষক মোঃ লুৎফুর রহমান,মির্জাগঞ্জ প্রেসক্লাবেরসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম,সহ- সভাপতি মো. সামসুল হক,উত্তমগোলদার,নিকাহ রেজিষ্ট্রার কাজী মো. অলী উল্লাহ প্রমুখ।
আলোচনা সভায়অনির্বানের নির্বাহী পরিচালক সামসুন্নাহার জানান, ২০১৯ সালে নারী ওমেয়ে শিশুদের অধিকার ও নিরাপত্তা বৃদ্ধিকরন প্রকল্প শুরু হয়। তিন বছর মেয়াদকালে এপ্রকল্পের আওতায় মির্জাগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নের নারী, পুরুষ, বালক, বালিকাও প্রতিবন্ধীকে এ প্রকল্পের আওতায় সংযুক্ত করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরমধ্যো ১ টি কলেজ ও ২ টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। আলোচনা সভায় ২০ প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন।