টুঙ্গিবারিয়ায় মহিলা ইউ পি সদস্য কে লাঞ্ছিত - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিবারিয়ায় মহিলা ইউ পি সদস্য কে লাঞ্ছিত


আলোকিত বার্তা:বরিশাল সদর উপজেলার ৯নং টুঙ্গিবারিয়া ইউনিয়নে ১.২.৩.নং ওয়ার্ডের ইউ পি সদস্য হিরন খানম কে শারিরীক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে গিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে জানাযায় গতকাল রোজ শনিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় উক্ত এলাকার বাসিন্দা মোঃ হেমায়েত উদ্দিনের সাথে দীর্ঘদিন যাবত মোঃ সালাম সিকদার, ফারুক সিকদারের সাথে জমি জমা নিয়ে ঝগড়াঝাটি চলছে, এরি ধারাবাহিকতায় গতকাল, সালাম সিকদার, ফারুক সিকদার ও তার দুই পুত্র রাব্বি ও সাব্বির মিলে হেমায়েত উদ্দিন কে মারপিট করে, হেমায়েত উপায় অন্ত না পেয়ে দৌড়ে হিরন খানম মেম্বারের বাসায় আশ্রয় নেয় এবং মেম্বার কে ঘটনার বিষয় অবহিত করেন, মেম্বার সলাম সিকদার ও ফারুক সিকদারের কছে ঘটনার বিষয় জানতে চাইলে মেম্বার কেও লাথি ঘুসি মারিয়া মাটিতে ফেলে টানা হেছরা করেন বলে জানাযায়,উক্ত ঘটনায় ঐ এলাকায় ব্যাপক চানচল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়, ৯ নং টুঙ্গিবারিয়া ইউনিয়ন

পরিষদের চেয়ারম্যান নাদিরা রহমান সহ সকল ইউ পি সদস্যরা ঘটনা স্থানে গিয়ে ঘটনা জানেন এবং উক্ত ঘটনার তিব্র নিন্দা জানন সহ সকল দুষি দের অাইনের অাওতায় এনে শাস্থির দাবি জানান, উক্ত ঘটনার ব্যাপারে বন্দর থানর অফিসার ইনচার্জ মোঃ অাসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন অামি ঘটনা শুনেছি এবং লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে অাইনের আওতায় এনে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Top