অগ্রযাত্রা শুরু করল বিএনএস ফাউন্ডেশন বাংলাদেশ
প্রেস বিজ্ঞপ্তি: অগ্রযাত্রা শুরু করল বিএনএস ফাউন্ডেশন বাংলাদেশ। বরিশাল বিভাগের নাগরিকদের সংগঠন – বরিশাল নাগরিক সংসদ এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। শুক্রবার রাজধানীর মিরপুরের এক হোটেলে ফাউন্ডেশনের দাপ্তরিক কার্যক্রম উদ্বোধন এবং শুভ অগ্রযাত্রা ঘোষণা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল নাগরিক সংসদ ঢাকা মহানগর শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।সভায় আনুষ্ঠানিকভাবে বিএনএস ফাউন্ডেশন বাংলাদেশ এর শুভ অগ্রযাত্রা ঘোষণা করেন বরিশাল নাগরিক সংসদ এর সভাপতি ও বিএনএস ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক,এ সময় উপস্থিত ছিলেন বরিশাল
নাগরিক সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম আলী আজম,যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক আবু তাহের, সহকারী সাধারণ সম্পাদক মিরাজুল সুমন, সাংগঠনিক সম্পাদক এম স্বজল মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক এ কে এম ইউনুছ আলী, নাগরিক অধিকার বিষয়ক সম্পাদক কামরুল হাসান, উপ-পরিবেশ সম্পাদক মো:আলামিন সহ সিনিয়র নেতৃবৃন্দ।