করোনায় আক্রান্ত বরিশালের পুলিশ সুপার মারুফ হোসেন
খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি:করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম।বুধবার দিবাগত মধ্যরাতে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন পিপিএম। সূত্রমতে, গত ২ আগস্ট জেলা পুলিশ সুপার শারিরীকভাবে অসুস্থ্যবোধ করলে সরকারি বাসভবনে অবস্থান করেন। এরপর ৩ আগস্ট তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। পরেরদিন ৪ আগস্ট তার রিপোর্ট করোনা পজেটিভ আসে।
উল্লেখ্য, জেলা পুলিশ সুপার গত ৭ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে করোনাভাইরাস প্রতিষেধক টিকা গ্রহণ করেছিলেন।