বরিশালে পল্লী ডাক্তারকে ফাঁসাতে অপচেষ্টা চালাচ্ছে হত্যা মামলার আসামির পরিবার !
আবুবকর সিদ্দীক ভুইয়া:বরিশালের উজিরপুরে পল্লী ডাক্তারকে ফাঁসাতে অপচেষ্টা চালাচ্ছে হত্যা মামলার আসামির পরিবার ! উপজেলার জল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পীড়েরপাড় গ্রামের মৃত নিত্যানন্দ সরকারের ছেলে কাঠমিস্ত্রি নিখিল সরকার(৩৬)জ্বর ও এলার্জি জনিত রোগে ভুগছিল।শনিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় একই এলাকার মৃত যোগেশ মহুরির ছেলে পল্লি চিকিৎসক বাসুদেব মহুরি(৩৭) কে খবর দিয়ে বাড়ীতে আনে। এরপর ওই চিকিৎসকে চিকিৎসা দিতে বলে (পূবে নিখিল হত্যা মামলায় কারাগার থেকে জামিনে বের হয়। এর পর বরিশাল শেবাচিশ হাসপাতালে ভর্তি হয় সে খান থেকে ফেরৎ দিলে বাড়ি নিয়ে আসে গুরুতর অসুস্থ্য হলে পল্লি চিকিৎসক বাসুদেবকে খবর দেয়।তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে আসার পর হত্যা মামলার আসামি নিখিল মারা যায়।)এ ঘটনাকে কাজে লাগিয়ে পল্লী ডাক্তারকে ফাঁসাতে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয় অত্রএলাকায়।
নিহত’র পরিবার সুত্রে জানা যায়, মৃত নিত্যানন্দ সরকারের ছেলে কাঠমিস্ত্রি নিখিল সরকার(৩৬) কয়েকদিন ধরে জ্বর ও এলার্জি জনিত রোগে ভুগছিল।বরিশাল শেবাচিশ হাসপাতালে ভর্তি হয় সে খান থেকে ফেরৎ দিলে বাড়ি নিয়ে আসি। গুরুতর অসুস্থ্য হলে পল্লি চিকিৎসক বাসুদেব খবর দেই।তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে আসার পর নিখিল মারা যায়।
নিহত’র পরিবার জানায়,নিখিল সরকার গুরুতর অসুস্থ্য হলে পল্লি চিকিৎসক বাসুদেব খবর দেই।আমরা ইনজেকশন দিতে বলি এতে বাসুদেব কোন দোষ নেই।বিষয়টি স্থানীয়রা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্ত’র জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।
পল্লী ডাক্তার বাসুদেব মহুরি জানান- আমি খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল গিয়ে নিখিলের জ্বর, এলার্জি ও স্বাষকষ্টসহ বিভিন্ন রোগ থাকায় কটসন, ইমিস্টাট, ইজরোলসহ ৪টি ইনজেকসন পুষ করি। আমি কোন ভূল চিকিৎসা করিনি। ইনজেকসন পুষ করার পরে কিছুক্ষন সুস্থ্য ছিল। এরপরে মারা গেলে আমার কি করার আছে।
এদিকে তিনি আরো বলেন- আমি দীর্ঘদিন ধরে এলাকায় পল্লী চিকিৎসা দিয়ে আসছি। আমার কাছে প্রতিদিন বহু রোগী আসে। সবাই উপকৃত হয় তাই আমি এই পেশায় থেকে মানুষকে সেবা দিচ্ছি।স্থানীয়রা জানান, সনদ ছাড়া হাতুড়ে ডাক্তার বাসুদেব মহুরী লোকনাথ বাজারে ফার্মেসী দিয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসার নামে সহজ সরল মানুষকে ধোকা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান- খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে এবং ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।