ইউনিয়ন পরিষদ নির্বাচন (১ম ধাপ) এর ভোট গ্রহণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন
রফিকুল ইসলাম:ইউনিয়ন পরিষদ নির্বাচন (১ম ধাপ) ২০২১ এর ভোট গ্রহণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন জনাব এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ মহোদয়। ডিআইজি মহোদয় পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন বাদুরা স্কুল এন্ড কলেজ; সাপলেজা মডেল স্কুল; মিরুখালী স্কুল এন্ড কলেজ; আমরাগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ঝালকাঠি জেলার বেশ কিছু ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
ডিআইজি মহোদয় ভোট কেন্দ্রে আগত ভোটার, পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেন এবং সহ আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সদের দিক-নির্দেশনা প্রদান করেন।এসময় আরও উপস্থিত জনাব মোঃ সাইফুল হাসান বাদল, বিভাগীয় কমিশনার, বরিশাল বিভাগ মহোদয়; RAB-০৮ এর অধিনায়ক জনাব মোঃ জামিল হাসান বিপিএম, পিপিএম।