বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে নিযুক্ত হয়েছেন বরিশাল জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করা সৎ আদর্শ বান এস এম আক্তারুজ্জামান
মোহাম্মাদ:আবুবকর সিদ্দীক ভুইয়া:বরিশাল রেঞ্জের নতুন উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিযুক্ত হয়েছেন এস এম আক্তারুজ্জামান।রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (৭ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এস এম আক্তারুজ্জামান রাজশাহী সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস-প্রিন্সিপাল হিসেবে সর্বোশেষ কর্মরত ছিলেন।
এর আগে তিনি বরিশাল ও পিরোজপুরের জেলার পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনারের দায়িত্ব পালন করেছেন।এদিকে ওই প্র্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটেলিয়নের উপ পুলিশ মহাপরিদর্শক মো. আজাদ মিয়া কে রাজশাহী সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস-প্রিন্সিপাল (ডিআইজি) করা হয়েছে।