বেনাপোলে ভারতীয় ফেন্সিডিল সহ ইউপি সদস্য আটক - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে ভারতীয় ফেন্সিডিল সহ ইউপি সদস্য আটক


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ মোমিনুর রহমান (৩৬)নামে এক ইউপি সদস্যকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার ভোরে তাকে আটক করা।সে পুটখালী ইউনিয়নের শিবনাথপুর বারপোতা গ্রামের ইউপি সদস্য।তার পিতার নাম সাইদুর রহমান।

২১ বিজিবি ব্যাটালিয়ানের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু সরকার জানান,বিজিবির একটি টহল দল ট্যাংকির মোড় থেকে ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি পালসার মোটর সাইকেল সহ মোমিনুর রহমান কে আটক করেন।আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে ইউপি সদস্য পরিচয় দেন।তার বিরুদ্ধে মামলা দিয়ে ভোর রাতেই বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Top