বরগুনায় করোনার উপসর্গ নিয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
মল্লিক মোঃ জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার জেনারেল হাসপাতালে আজ করোনার উপসর্গ নিয়ে নয়া সিকদার (৭০) নামের সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। মোহাম্মদ আলী নয়া শিকদার উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের কলারং গ্রামের বাসিন্দা। একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিল।জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে,দীর্ঘদিন যাবত সর্দি জ্বর শ্বাসকষ্ট সহ আরো বিভিন্ন রোগে ভুগছিলেন।তাৎক্ষণিক ভাবে তার করোনা নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়।করোনার রিপোর্ট পজিটিভ আসলে হাসপাতালে ভর্তি করানো হয়।আজ (৯এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব হোসেন জানান,গত ৩০মার্চ করোনার উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে মোহাম্মাদ আলী ভর্তি হন।জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ১২জন ভর্তি রয়েছে।