বীর মুক্তিযোদ্ধা ইউসুফ কালুর মৃত্যুতে বরিশাল নাগরিক সংসদের শোক - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা ইউসুফ কালুর মৃত্যুতে বরিশাল নাগরিক সংসদের শোক


প্রেস বিজ্ঞপ্তি: বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক ইউসুফ কালুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বৃহত্তর বরিশালের নাগরিকদের সংগঠন – বরিশাল নাগরিক সংসদ। শোক জানিয়েছেন বরিশাল নাগরিক সংসদ এর কার্যকরী পরিষদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক, সাধারণ সম্পাদক এস এম আলী আজম,যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন এবং সমাজকল্যাণ সম্পাদক এম. স্বজল মাহমুদ।

বরিশাল নাগরিক সংসদের উপপ্রেস সচিব তাজকিয়া সুলতানা আখি কৃতক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।শোক বার্তায় সংগঠনের সভাপতি মারুফ আহমেদ মল্লিক বলেন, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ কালু আমাদের গর্ব। তিনি ছিলেন আমাদের মূল্যবান সম্পদ। তাকে হারিয়ে আমরা দেশের একজন মূল্যবান হারালাম।শোক বার্তায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ কালুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন বরিশাল নাগরিক সংসদের নেতৃবৃন্দ।

Top