ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা


আজ ১৪-০৩-২০২১ ইং খ্রিঃ তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম,বাংলাদেশ পুলিশ,বরিশাল রেঞ্জ,বরিশাল মহোদয় যোগদান করেন।উক্ত সভায় ডিআইজি মহোদয় ভোলা জেলার অপরাধ চিত্র নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মামলা তদন্ত ও তদারকি বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।তিনি বলেন “থানায় আগত সেবা প্রত্যাশীদের প্রতি পুলিশ সদস্যদের আরো বেশি সচেতন হতে হবে। থানায় সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে”।

ডিআইজি মহোদয় বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে Crime Prevention ও Detection এর পরামর্শ প্রদান করেন।তিনি মা ইলিশ সংরক্ষণ ও জাটকা নিধনরোধে সকল পুলিশ সদস্যকে এগিয়ে আসার আহবান জানান।ডিআইজি মহোদয় উপস্থিতি ডিবি,ডিএসবি,ট্রাফিক পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার গণ, সকল থানার অফিসার ইনচার্জ, ফাড়ি/ক্যাম্প/তদন্ত কেন্দ্রের ইনচার্জ গন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Top