বানারীপাড়ায় আজিজের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বন কর্মকর্তার উপর হামলার অভিযোগ
স্টাফ রিপোর্টার : বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চৌয়ারীপারা গ্রামের আঃ আজিজ শরীফের বিরুদ্ধে প্রশাসনের ক্ষমতা দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে।রেজাউল ইসলাম গত ২২ জানুয়ারীতে নিজের তফসিল ভুক্ত জমিতে ভবন নির্মানের কাজ শুরু করেন হঠাৎ ২৯ জানুয়ারিতে কাজ বন্ধের জন্য বাঁধা প্রদান করেন আঃ আজিজ শরীফ সহ তার সন্ত্রাসী বাহিনীরা। তারা অযৌক্তিক অভিযোগ এনে ভবন তৈরিতে বাঁধা দেন এবং মোটা অংকের চাঁদা দাবি করেন। তাদের বিরুদ্ধে কথা বলার কারনে রেজাউল ইসলাম ও তার ছেলে শাকিল আহমেদের উপর অর্কৃত হামলা চালান সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হন অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা ও তার ছেলে শাকিল আহমেদ
ভুক্তভোগী (অবসরপ্রাপ্ত) বন কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, জমি সম্পর্কিত বিষয় নিয়ে আজিজ শরীফের সাথে কথা বলার সময় আজিজের ছোট ভাই রপন শরীফ হঠাৎ আমাকে অশ্লীল ভাষায় গালাগাল করলে আমার ছেলে শাকিল আহম্মেদ তার প্রতিবাদ মুলক কথা বালতেই আজিজ শরীফে আমার ছেলের উপর হামলা করেন এবং কিল ঘুষি দিয়ে জখম করেন। তার ভাই রফিকুল ইসলাম(রপন) আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ঢাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে রাস্তাঘাটে প্রাননাশের হুমকি দেন।বানারীপাড়া থানায় অভিযোগ করেছি সন্ত্রাসী আজিজ শরীফের বিরুদ্ধে। তারা বিভিন্ন যায়গা থেকে তদবির করে বানারীপাড়া থানায় তাদের আধিপত্য বিস্তার করে যার ফলে আমি থানা থেকে কোনো সুবিধা পাইনি।অবসরপ্রাপ্ত বন কর্মকর্তার ছেলে শাকিল আহম্মেদ জানায়, আজিজকে চাঁদা না দেয়ায় আমার দালান ঘর করতে একের পর এক বাঁধা দিয়েই যাচ্ছে, আমরা নানান মুখি হয়রানির শিকার হচ্ছি। তারা একাধিকবার শালিসি ডাকিয়াও কোনো সমাধান মানতে নারাজ। গত ৫ই ফেব্রুয়ারী শুক্রবার শালিসির কথা বলে সকল শালিস দার দের ডেকে রীতিমতো শালিসি না মেনে তাদের অপমান করে,তাই তারাও আর শালিসি করতে আসতে চাচ্ছে না।