সাংবাদিক মীর মনিরুজ্জামানের স্মরনে স্বরুপকাঠি ও বানারীপাড়ায় দোয়া-প্রার্থনা - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক মীর মনিরুজ্জামানের স্মরনে স্বরুপকাঠি ও বানারীপাড়ায় দোয়া-প্রার্থনা


নিজস্ব প্রতিবেদক : বরিশালের প্রয়াত সাংবাদিক মীর মনিরুজ্জামানের স্মরনে স্বরুপকাঠি ও বানারীপাড়ায় মসজিদ এবং মন্দিরে দোয়া-প্রার্থনার আয়োজন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি শনিবার দৈনিক বিপ্লবী বাংলাদেশ ও দৈনিক জনতা পত্রিকার সাংবাদিক গৌতম কুমার দে এর উদ্যোগে এই দুই উপজেলায় সাংবাদিক মীর মনিরুজ্জামানের স্মরনে দোয়া-প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। দোয়া-প্রার্থনায় অংশগ্রহন করেন মো: রাজেন তালুকদার, মো: রিয়াজ তালুকদার, মো: নাসির হাওলাদার, সাংবাদিক হৃদয় চন্দ্র খাসকেল প্রমুখ। এরআগে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে উত্তর চাখার আলহাজ্ব আবুল কালাম হুজুরের মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক গৌতম কুমার দে এর উদ্যেগে প্রয়াত সাংবাদিক মীর মনিরুজ্জামানের আত্মার চিরশান্তি কামনায় এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রয়াত সাংবাদিক মীর মনিরুজ্জামানের মৃত্যু বাষির্কী পালন উপলক্ষে আয়োজিত দোয়া-মিলাদে অংশগ্রহন করেন আলহাজ্ব আবুল কালাম, হযরত মাওলানা মো: রফিকুল ইসলাম, মাওলানা হুমায়ুন কবির, শাহজাহান হাওলাদার, কদম আলী হাওলাদার, গিয়াস উদ্দিন হাওলাদার, মো: লোকমান হাওলাদার, মকবুল হাওলাদার, ব্যাঙ্কার রবিউল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত : বরিশালের নির্ভিক সংবাদিক মীর মনিরুজ্জামান আজকের কাগজের স্টাফ রিপোটার ছিলেন।

দৈনিক সত্য সংবাদের সম্পাদক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একজন মহান সাংবাদিক নেতা। নেতৃত্বে ছিলেন বরিশাল প্রেসক্লাব ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির। দৈনিক বরিশালের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মীর মনিরুজ্জামান ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি রাজধানীতে উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা নামকস্থানে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। যিনি ছিলেন বরিশালে সাংবাদিকতায় সংগ্রামী ব্যক্তিত্ব। লড়াকু যোদ্ধার ন্যায় জীবনবাজী রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এক আদর্শবান সাংবাদিক হিসেবে বেশ পরিচিত মীর মনিরুজ্জামান। মীর মনিরুজ্জামান ৭৮/৭৯ সালে বরিশাল থেকে সাপ্তাহিক প্রকাশিত চিরন্তন বাংলা পত্রিকায় কাজ শুরু করেন। পরবর্তীতে লোকবানী সহ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নভ অভিযান,দৈনিক দেশ পত্রিকায় নিজ নিজ ব্যক্তিত্ব রক্ষা করে কাজ করতেন।

Top