জনসাধারণকে করোনা টিকা রেজিস্ট্রেশনে বরিশাল রেঞ্জ পুলিশের সহায়তা কার্যক্রম - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জনসাধারণকে করোনা টিকা রেজিস্ট্রেশনে বরিশাল রেঞ্জ পুলিশের সহায়তা কার্যক্রম


কভিড-১৯ (করোনা) ভ্যাকসিন গ্রহণে জনসাধারণকে উৎসাহিত (motivated) করতে বরিশাল রেঞ্জের জেলাগুলোতে রেজিস্ট্রেশন-সহায়তা বুথ স্থাপন করে পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে সহযোগিতা করা হচ্ছে। ডিআইজি মহোদয় টিকা গ্রহনে বিভ্রান্ত না হয়ে সকলকে টিকা নেয়ার আহবান জানান।জনমনের সংশয় এবং ভয় দূর করতে এই জনসচেতনতামূলক কার্যক্রমে বরিশাল রেঞ্জের জেলা সমুহের পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন, মনিটর করছেন। তাঁরা মানুষকে নিঃসংকোচে টিকা গ্রহণ করতে অনুরোধ করছেন ।

রেজিস্ট্রেশন করতে শুধু জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মোবাইল নম্বর প্রয়োজন। ৪০ এবং ৪০ উর্ধ্ব যে কেউ এই ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

Top