প্রেমিকার উপর অ‌ভিমান ক‌রে শোভন দাশ পাপ্পু(২১)না‌মে এক ক‌লেজ ছাত্র আত্মহত‌্যা - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকার উপর অ‌ভিমান ক‌রে শোভন দাশ পাপ্পু(২১)না‌মে এক ক‌লেজ ছাত্র আত্মহত‌্যা


রফিকুল ইসলাম:প্রেমিকার উপর অ‌ভিমান ক‌রে শোভন দাশ পাপ্পু(২১)না‌মে এক ক‌লেজ ছাত্র আত্মহত‌্যা ক‌রে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।রোববার(১৪ ফেব্রুয়ারি)রা‌তে ব‌রিশাল নগ‌রের বিএম ক‌লেজ রোড এলাকায় নিজ বাসার ফ‌্যা‌নের সা‌থে ঝু‌লে এই আত্মহত‌্যার ঘটনা ঘ‌টে।পাপ্পু ব‌্যাং‌ক কর্মকর্তা উত্তম দা‌শের ছে‌লে এবং বিএম ক‌লে‌জের পদার্থ বিজ্ঞান বিভা‌গের তৃতীয় ব‌র্ষের ছাত্র ছিলো।ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি তদন্ত)মো.আসাদুজ্জামান সোমবার(১৫ ফেব্রুয়ারি)দুপুরে জানান,আত্মহত‌্যার সু‌নি‌র্দিষ্ট কারণ এখ‌নো জানা যায়‌নি।

ত‌বে ধারণা করা হ‌চ্ছে ভা‌লোবাসা দিব‌সে প্রেমিকার সঙ্গে কো‌নো বি‌রোধ নি‌য়ে এই আত্মহত‌্যার ঘটনা ঘট‌তে পা‌রে। মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য রা‌তেই ব‌রিশাল শের ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে। এছাড়া এক‌টি অপমৃত‌্যু মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

Top