বানারীপাড়া পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। প্রার্থীসহ আহত ১২
কাওসার হোসেন, বানারীপাড়:বানারীপাড়া পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে আহত হয়েছে কাউন্সিলর প্রার্থীসহ ১২ জন।আহতদের কে স্থানীয়রা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে।এদের মধ্যে কাউন্সিলর প্রার্থী জাহিদ হোসেন সরদার,ফয়সাল ও মানিকের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে আশঙ্কা জনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।আহত অন্যেরা হলেন,জাকির হোসেন হাওলাদার,ফারুক হোসেন,আঃ কুদ্দুস,কমোলা,লিপিশাহানা, আনিচ,হাসান ও সানি।আহত সুত্রে জানাগেছে,জাহিদ হোসেন সরদার তার কর্মী সমর্থক নিয়ে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে যায়।সেখান থেকে সে মিছিল নিয়ে পুনরায় ১ নং ওয়ার্ডে তার নির্বাচনি ক্যাম্পের ফিরে যাওয়ার পথে উওরপার ব্রীজে উঠার সাথে সাথে কাউন্সিলর আনোয়ার ও তার কর্মী সমর্থকদের সাথে সংঘর্ষ বেধে যায়।প্রার্থী জাহিদ হোসেন সরদার বলেন, মিছিল নিয়ে ব্রীজের ঢালে উঠার সাথে সাথে আনোয়ার ও তার ভাই ফারুক,জাকির হোসেন মোল্লা সহ বেশ কয়েক জন পূর্বপরিকল্পিত ভাবে হাতুরী,লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা করে।
এদিকে কাউন্সিলর আনোয়ার বলেন,জাহিদ হোসেন সরদার ও তার কর্মী সমর্থকেরা মোটরসাইকেল বহর নিয়ে তার বাড়িতে ঠুকে পড়ে গালিগালাজ করে এবং একপর্যায়ে আমাদের উপর হামলা করে। আমার বেশ কয়েক জন নেতা কর্মী আহত হয়েছে।আওয়ামীলীগ কর্মী আঃআজিজ বলেন আমার ছোট ভাই জাকির রাস্তা দিয়ে যাওয়ার পথে হামলার শিকার হয়েছে।এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে জাহিদ হোসেন সরদার এর বড় ভাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার বাদী হয়ে আনোয়ার সহ ১১ জন কে আসামী করে মামালা বানারীপাড়া থানায় মামলা দায়ের করেছে।থানা অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন আহমেদ বলেন আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।