বরিশালে পাটের ব্যাগ ব্যবহার না করায় জরিমানা - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে পাটের ব্যাগ ব্যবহার না করায় জরিমানা


রফিকুল ইসলাম:বরিশালে পণ্যে পাটের ব্যাগ ব্যবহার না করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে দেড় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি)সকালে বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাসের নেতৃত্বে নগরের নতুনবাজার ও বটতলা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত নগরের বটতলা বাজারে মেসার্স কুষ্টিয়া রাইস ও নতুন বাজার এলাকায় মেসার্স রতন স্টোরে বিক্রির উদ্দেশে রাখা চালে পাটজাত মোড়কের (বস্তার) পরিবর্তে প্লাস্টিকের মোড়ক পান। এ সময় মেসার্স কুষ্টিয়া রাইস প্রতিষ্ঠানকে এক হাজার টাকা ও মেসার্স রতন স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস জানান, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইন অনুযায়ী চাল, ডাল, আটা, ময়দা, ভুট্টাসহ অন্য নিত্যপণ্যে পাটজাত মোড়ক ব্যবহারে বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কিছু ব্যবসায়ী এ নিয়ম না মেনে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করছেন। এ কারণে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলবে।

Top