মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের মজিদ সরদারের ঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষতি
কাজি মহাসিন জেলা প্রতিনিধি বরিশালঃবরিশালের মুলাদী উপজেলার(৪ নং)গাছুয়া ইউনিয়নে আব্দুল মজিদ সরদারের বসত ঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যায়।বরিশালের মুলাদী উপজেলার ৪ নং গাছুয়া ইউনিয়নে আব্দুল মজিদ সরদার এর বসত ঘর পুড়ে যায়।ঘটনাটি ঘটে ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ ঘটিকার সময় আগুনে ঘরের এক প্রান্ত যখন আগুন দাউদাউ করে জ্বলে ওঠে তখন প্রাণ নিয়ে নিরাপদ স্থানে সকালে চলে যান ঘরে থাকা মালামাল ও নগদ অর্থসহ কিছুই রক্ষা করতে পারেননি আগুনের কবল থেকে।৮ ফেব্রুয়ারি সকালে বিভিন্ন এলাকার লোকজন পোড়া ঘরটি দেখতে যান,এ সময় একই ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন মাতব্বর সহ আরো অনেকে বলেন কষ্ট অর্জিত সবকিছু আগুনে পুড়ে যাওয়ার কারণে আজ তিনি অসহায় হয়ে পড়েছেন।
আব্দুল মজিদ সরদার বলেন এর আগেও তিন আমার ঘরে আগুন দিয়ে ছিলো, গতকাল রাত ১২ টার সময় হঠাৎ চোখ খুলে দেখি দাউদাউ করে আগুন জলছে।তখন আমার ঘরে ৫৭ মন ধান ছিল,নগদ দুই লক্ষ ৪৭ হাজার টাকা,স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।মুলাদী উপজেলা নির্বাহি অফিসার শুভ্রা দাসের সাথে যোগাযোগ করলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে তার সাথে যোগাযোগ করার জন্য বলেন।