বরিশালের রয়েল সিটি হাস্পাতাল এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন করলেন - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের রয়েল সিটি হাস্পাতাল এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন করলেন


আজ ০২/০২/২০২১ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় এয়ারপোর্ট (বিএমপি) থানাধীন রায়পাশা কড়াপুর ইউনিয়নের নিসর্গ পার্কে আয়োজিত রয়েল সিটি হাসপাতাল, বরিশাল কর্তৃক তাদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং সেবা এর শুভ উদ্বোধন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিআইজি মহোদয় তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ; মানবসেবা পরম ধর্ম।
এসময় প্রধান অতিথি মহোদয় ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর মতো এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এতোদঞ্চলের প্রত্যন্ত এলাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যম্পের সেবা পেলে সাধারণ মানুষ এর দ্বারা উপকৃত হবে। তারা খুব কাছ থেকে মেডিকেল সেবা গ্রহণ করতে পারবে। এর দ্বারা জনগণের দোরগোড়ায় প্রয়োজনীয় মেডিকেল সেবা পৌঁছে যাবে। তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যদেরকেও এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে মানুষের সেবায় এগিয়্র আসার আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, বরিশাল জেলা, স্টাফ অফিসার টু ডিআইজি, বরিশাল রেঞ্জ, অফিসার ইনচার্জ, এয়ারপোর্ট থানা, বিএমপি, বরিশাল, বিশেষজ্ঞ চিকিৎসক সহ রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Top