বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২১ এর সমাপনী খেলায় অংশগ্রহণ ও পুরস্কার বিতরণ - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২১ এর সমাপনী খেলায় অংশগ্রহণ ও পুরস্কার বিতরণ


আজ রেঞ্জ কার্যালয় বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২১ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বরিশালের রেঞ্জ ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়।উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উপভোগ্য সমাপনী ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় স্বয়ং প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে। এতে প্রতিযোগীদের মাঝে প্রাণচাঞ্চল্য ও বিশেষ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।তুমুল প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল ম্যাচে যৌথভাবে চ্যাম্পিয়ন হন পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ বনি আমিন ও মোঃ মিরাজ মাহমুদ এবং যৌথভাবে রানারআপ হন এএসআই মোঃ ফয়সাল আহম্মদ ও সাজিদুল ইসলাম মামুন। উক্ত টিমগুলোর মাঝে ডিআইজি মহোদয় চ্যাম্পিয়নশিপ ট্রপি, ক্রেস্ট ও মেডাল প্রদান করেন। এসময় তিনি সুস্থ শরীর ও সুস্থ মনন গঠনে খেলাধূলার যে বিকল্প নেই তা উল্লেখ করেন।
প্রধান অতিথি মহোদয় মাদক পরিত্যাগ করে যুবসমাজকে খেলাধূলামুখী হতে বিশেষভাবে আহবান জানান।

উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (ফাইন্যান্স ও ডিসিপ্লিন), অতিরিক্ত পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজিসহ অন্যান্য অফিসার-ফোর্স।

Top