আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠছেন অ্যাড. এম.হুমায়ূন কবির বাচ্চু - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠছেন অ্যাড. এম.হুমায়ূন কবির বাচ্চু


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃআসন্ন ইউনিয়ন পরিশোধ নির্বাচনকে ঘিরে ইউনিয়নবাসির মধ্যে শুরু হয়েছে হিসাব নিকাশ।ইউনিয়নবাসি এখন থেকেই ইউনিয়ন পরিশোধ সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করার চেষ্টা করছেন।এতে বরগুনা জেলার, আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের সম্ভব্য প্রার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের সুখে-দুঃখে পাশে থাকার ভরসা একমাত্র এডভোকেট এম.হুমায়ূন কবির বাচ্চু রয়েছেন প্রথম স্থানে।এদিকে এম.হুমায়ূন কবির বাচ্চু, সদস্য বরগুনা জেলা আইনজীবী সমিতি বরগুনা, সহ-সভাপতি জেলা আইনজীবী সমিতি বরগুনা। পরীক্ষক আইন বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। প্রভাষক হাশেম সূর্য সোসাইটি ল’ কলেজ বরগুনা। সহ-সভাপতি ল’ ইয়ার্স কাউন্সিল বরগুনা জেলা। যুগ্ম সম্পাদক আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ বরগুনা জেলা, যুগ্ন-আহবায়ক বাংলাদেশ তাঁতীলীগ বরগুনা জেলা শাখা সহ অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। উল্লেখিত, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন থেকে শুরু করে গোটা উপজেলা ও জেলার ন্যায্য অধিকার আদায়ের লক্ষে বিভিন্ন ভাবে কাজ করে তিনি আলোচনার শীর্ষে আছেন।অ্যাড. এম.হুমায়ূন কবির বাচ্চু উল্লেখিত ইউনিয়নের গরিবদুঃখী মানুষের থাকা, খাওয়ার, যায়গা, রাস্তা সম্প্রসারনসহ সাধারণ মানুষের পক্ষে বিভিন্ন দাবি নিয়ে অান্দোলন করে আসছে। এতে অ্যাড. এম.হুমায়ূন কবির বাচ্চু অাড়পাঙ্গাশিয়া ইউনিয়নবাসির মনে প্রানে অনেকটা জনপ্রিয় হয়ে উঠছেন।

এব্যাপারে উল্লেখিত, ইউনিয়নের একাধিক লোকের কাছে জানতে চাইলে তারা বলেন, দীর্ঘ দিন যাবৎ অ্যাড. এম.হুমায়ূন কবির বাচ্চু অামাদের বিভিন্ন সমস্যার কথা জেলার- উপজেলার সরকারি/ বেসরকারি বিভিন্ন দপ্তরে তুলে ধরেছেন। আমাদের সকল সমস্যায় এগিয়ে এসেছেন তাই আমরা এবার নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে অ্যাড. এম.হুমায়ূন কবির বাচ্চুকে ভোট দিয়ে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে চাই।অ্যাড. এম.হুমায়ূন কবির বাচ্চু বলেন, আমি ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতি করি এবং মনে প্রানে জড়িত,, আমি কোনদিন দলের সাথে বেইমানি বা বিশ্বাস ঘাতকাতা করিনি! দলের দুঃসময় আমি কাজ করেছি উক্ত ইউনিয়নে। সকল বিপদে আপদে জনগণের পাশে ছিলাম তার সাক্ষী উক্ত ইউনিয়নের জনগণ। আমি বিশ্বাস করি দল নেতা-কর্মী ও জনগণের অনুভূতি উপলব্ধি করে আমাকেই দল থেকে মনোনীত করবেন এবং বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করলে বিজয়ী হয়ে আমি সবসময় সুখে-দুঃখে সকলের পাশে থাকব।

Top